যে রাখীবন্ধনের আহ্বান সেদিন করেছিলেন কবি,
তার মধ্যে সমাহিত ছিল কোন ভাবনার ছবি?
সেই ভাবনাটা ছিল একেবারে মৈত্রীর ভাবনা নিশ্চয়!
আজও কি সেই ভাবনায় ব্যাপ্ত আছে সবার হৃদয়?
যদি না থাকে সেই পবিত্র ভাবনা আজ সারা পৃথিবীময়,
ঘটাও না আজ একবার সেই ভাবনার অভ্যুদয়।
তাকিয়ে দেখো,মিত্রতার বোধ আজ নেই এ সংসারে;
কেবলি আত্মপ্রতিষ্ঠার তরে,ভাই-বন্ধু-আত্মীয়-পরিজন,কেউ চেনে না কাহারে।
ধর্মের ধোঁয়া আজ,ঢুকে গেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
মানুষের মনুষ্যত্ব,আজ দেখি ফাঁসির জল্লাদের হাতে।
ধর্মটাকে আশ্রয় করে,রাজনীতিরর ফাঁদে পড়ে;
অবুঝ পশুর মতো,মানুষে-মানুষে আজ লড়াই করে।
যে রাখীটা আজ বন্ধু আমায় পরাতে এলে,তার মধ্যে কোন ভাবনা আছে লুকায়ে?
যদি থাকে কবির ভাবনা ওগো,দাও না,শত-সহস্র রাখী আমারে;
ছুড়ে দেবো নীলাকাশে,ব্যাপ্ত হোক,দেশ হতে দেশান্তরে।
বারুদের গন্ধ আর রক্তের আহ্বান ভুলে গিয়ে,
যদি, গড়তে পারে রাষ্ট্র সকল শান্তির পৃথিবী একেবার-আগামীর তরে।
তবেই শুনবে সকলে আর একবার পৃথিবীর ছায়াপথে,কবির আহ্বান।
"এসো হে,এসো বন্ধু,মিত্র সকল,বিশ্বের ঘরে দেখো,আজ এসেছে মহামিলনের ক্ষণ।"


বি:দ্র: কিছু জায়গায় মোবাইলের জন্য চন্দ্র বিন্দু দিতে পারলাম না।পি.সি ঠিক হলে দিয়ে দেবো।দু:খিত।