আর একটা স্বপ্ন দেখতে চাই
তোমাকে নিয়ে।
দিগন্তের আলো যখন নিভে যাবে
বনানীর অন্তঃরালে।
ধীরে ধীরে যখন অন্ধকার নেমে আসবে,
তুমি আর আমি,পৃথিবীর সব মায়া ছেড়ে
হাওয়াদের ভেলায় দেহ দুটিকে ভাসিয়ে,
মেঘেদের পাহাড় টপকে,
চাঁদের জোছনায় বিছানা পেতে নেব।
তারপর, পূর্ণিমার উদিয়মান চাঁদটাকে
তোমার কপালে ভরে দেব।
ছোটো ছোটো তারাদের টুকে নিয়ে
তোমার মুখটাকে চন্দনের ফোঁটার মত সাজাবো।
কালো মেঘেদের থেকে কাজল নিয়ে,
তোমার চোখে সুরমা টেনে দেব।
অন্য দিগন্তের শেষ রক্তিম আভা থেকে,
একটু লাল রঙ তোমার ঠোঁটে লাগাবো।
তুমি চেয়ে রবে আমার পানে, সলজ্জ চোখে,
সেই প্রথম রাতের মতন।
এলোচুল মেলে দেবে,চাঁদ ডুবে যাবে।
অন্ধকার ঘনিয়ে আসবে, আকাশের বুকে।
রাতের শিউলিরা জেগে রবে, তোমার মনেতে।
হৃদয়ের কবিতাগুলি ফুল হয়ে ফুটবে
একটি একটি ক'রে তোমার পরশে।
যখন ভোরের আলো ফুটবে,
তুমি কবিতার মালা পরে
স্নিগ্ধ-শান্ত চোখ, ধীরে ধীরে খুলবে।
আমার চোখে চোখ রেখে
চির প্রশান্তির মুচকি জুঁই হাসি হাসবে।
আর একটা স্বপ্ন দেখতে চাই
তোমাকে নিয়ে।