কবিতা:- আর ক'টা দিন সবুর করো
কবি:- মনোজ ভৌমিক


আজকাল তোমার কথাগুলি,প্রাণের মধ্যে বড্ড বাজে।
ঝাপসা পড়া মেঘরোদ্দুর,যেমন গায়ের 'পরে লাগে।
সেদিন তো ভারি অভাব ছিল,এর চাইতেও আগে!
হাত-পা ভাঙা কষ্টগুলো,ফিরত ক্লান্ত হয়ে।
বসতে তুমি পাশে এসে,মুচকি হেসে,নিত্য নতুন সাজে।
হারিয়ে যেত বাদল মেঘ,তোমার হাসি বৃষ্টির জোরে।
তারপর যে ইনিয়ে বিনিয়ে কত কথা,বিরক্তি নাই মনে।
চাঁদ-আকাশটা ঘুমিয়ে যেত,আমাদের চোখে চেয়ে।
তখন তো হাওয়া বলতো না গো,আমায় ছেড়ে দে রে।
আজ কেন গো আকাশভরা মেঘ দেখলেও,মন-ময়ূরী নাচে না যে!
পুনমদিনে একথালি সেই রূপালি চাঁদ,হাসেনা তোমার মুখে!
এখন কেন সন্ধ্যাবেলা,দুপুর রোদের ঝলকানিটা ওঠে!
রাতের বেলার গল্পগুলি,কেন অচিনপুরে ছোটে!
আকাশভরা অন্ধকারটা,কেন চাঁদ-আলোকে খোঁজে!
বকুল কেন শুকিয়ে যায় গো,শিউলি রাতেই ঝরে!
বিছানাটা কি রাগ করেছে!বালিশ কেন তাতে?
বয়সটা জানি এগিয়ে চলেছে,স্থুলুতা এসেছে শরীরে।
মনের বয়স বাড়ে কি গো!যদি দূরত্ব কম থাকে?
জীবন মরুর তৃষ্ণাতে আজ,চাতক কেন ডাকে?
আর কটাদিন সবুর করো,চর পড়বে গাঙে।