কবিতা:-আরো কত ফণী ওঠে রেঙে
          মনোজ ভৌমিক


সবার মুখের কথাটা এখন ফণী,
কোথায় কি হলো দেখছে খবরখানি!
ফণীর কথাটা আজ তো নতুন নয়,
সমুদ্রাঞ্চলে সদা থাকেই সংশয়।


কত ঝড় সব বয়ে গেছে এই দেশে,
নাম ছাড়াই সংখ্যাতে তারা গেছে ভেসে।
এখন ওদের নাম দিতে হয় জেনো,
ইতিহাসে যে সাক্ষ্য থাকবেনা কোনো।


সুনামির কথা তাইতো সবাই জানে,
আয়লা এখনো রয়েছে সবার মনে।
বিধ্বংসীতা সভ্যতার বড় ক্ষয়,
অলক্ষ্যে ও যে বলে দেয় ওর জয়।


প্রকৃতির হাতের পুতুল মোরা সদা,
রূষ্ঠা প্রকৃতির কাছে কেবল হাঁদা।
সময়ের সাথে করি সময়ী আলাপন,
চোখের সমুখে দেখি অকাল মরণ।


আজ ভূমণ্ডলীয় সমতা যাচ্ছে ভেঙে
আগামীতে আরো কত ফণী ওঠে রেঙে।