কবিতা:- আসছে বছর বলবো আমরা
          মনোজ ভৌমিক


রবীন্দ্রনাথ, এবার তুমি জোড়াসাঁকো ঘরেই থেকো ,
ওরা সবাই ডাকবে তোমায় একদম যেও নাকো ।
শান্তিনিকেতন যেমন আছে থাকুক তেমন আজ ,
নন্দন আর রবীন্দ্র সদনেও থাকবে না সে সাজ ।


ছোট্ট বেলার সেই ঘরেতেই বন্দীজীবন যাপন ,
কাটাও একা একাই সেথা পেন খাতা করে আপন ।
গণ্ডীকাটা ঘরটা থেকেই তাকিও গো জানালা দিয়ে,
তালগাছ কি তেমনি আছে যেমন ছিল এক পায়ে !


জটাজুটো ঝুরি নিয়ে কি দাঁড়িয়ে সেই প্রাচীন বট !
পুষ্করিণীটা কি তেমনি আছে বুকে নিয়ে ছায়ানট !!
তোমার মনের ভাবনাগুলো কাগজে কলমে লেখো,
সময় করে খেলার সাথী প্রিয় বৌঠানকেই ডেকো।


পুতুল খেলার মাঝে তোমার ভাবনা প্রেমগভীর,
মনের মধ্যে মনকে খুঁজে হৃদয়ে ছড়াও আবীর।
ভাবের খেলায় মত্ত থেকো আজও তোমরা দু'জন,
অভাগী বৌঠানের জন্য ক'দিন হয়ে থেকো সুজন।


বছর ঘুরে আসবে আবার ভুলবে পুরোনো দিন,
আসছে বছরেই বলবো আমরা," শুভ জন্মদিন।"