কবিতা:-অশান্ত হৃদয়
✍️ মনোজ ভৌমিক


সেদিন প্রথম দেখা যমুনার তীরে,
সঘন বরষা মেঘ আষাঢ় গগনে,
লজ্জা আনত চোখে এসেছিলে ধীরে,
কদম্বের তলে বসে ছিলে আনমনে।

কাজল নয়না তুমি বড় অপরূপা,
দেহখানি ঢাকা ছিল সবুজ শাড়িতে,
সাত রঙা ফুল দিয়ে বাঁধা ছিল খোঁপা!
নূপুর নিঙ্কন আজো পারিনি ভুলতে!


দেবীর সমান রূপ স্থির ছিল আঁখি!
লাবণ্যময়ী ছিলে সে বরষা সমীরে!!
সুরেলা কন্ঠেতে যেন শব্দ দিল ফাঁকি!
চকিত হরিণী সম চলে গেল দূরে !!


অশান্ত এ হৃদয়কে মিছেই বোঝাই,
ভাবনায় আমি যেন কবি হয়ে যাই!