কবিতা:- আসল পরিচয়
✍️ মনোজ ভৌমিক


তোমার আমার পরিচয় খোঁজা আজকে কিন্তু বেকার,
সময়ের ঘরে ঐ শব্দটায় পড়েছে দেখছি আ-কার!
সর্বগ্রাসী আকাঙ্ক্ষাটা দেখি সবার মনেতে সাকার!
বৃদ্ধাশ্রমে কাঁদে বাবা- মা,সম্পর্কের ভাবনাটাকে দেখার!!


আসল পরিচয় ব্রাত্য হলেও ধর্ম তোমার সাথেই,
বিভেদকারী মানবতার আসল পরিচয় ওতেই।
মনুষ্যত্ব মানবিকতার পরিচয় খোঁজা আজ ভ্রান্ত,
আঁকচারা কাটা পৃথিবীর বুকে পরিচয় খুঁজে ক্লান্ত!


দেখছি আজ স্বার্থের খেলা চারিদিকে শুধু "আমি! আমি!"
আজ মরলে কাল দুদিন,কেউ খুঁজবে না,সত্য জানো তুমি।
জন্ম তোমার যেই দেশেতে সেখানেও তুমি পরিযায়ী!
আসল পরিচয় পবে খুঁজে হবে যেদিন হবে ধরাশায়ী।