কবিতা:- আসলে ওরা খাদক
                মনোজ ভৌমিক


আচ্ছা শীত,আজকাল অনেককে বলতে শুনি,
"আমি আমার মতো।"
বলোতো শীত, ওদের কীসের এত বিরহ যন্ত্রণা?
নিজকে নিয়ে ব্যস্ত হয় কারা!
একমাত্র যোগী বা ভোগীরাই।
যারা সাংসারিক জীবনে বীতশ্রদ্ধ।
কিন্তু ওরা তো তা নয়।
তবে কি ওরা প্রাচুর্যর বুকে হাত রেখে,
জীবনপ্রেমের অতৃপ্তির যন্ত্রণায় কাতর!


এবার তুমি বলো শীত,"তুমি কার মতন?"
আমার মতো কুৎসিত!  কদাকার!
কেবলি আন্তরিক তৃপ্তি দেওয়ার জন্য সবাইকে আঁকড়ে ধরো?
সবাই তোমার চেহারায় ঘেন্না করে শীত।
কিন্তু তোমার সজীব অনুভূতিগুলিকে
ওরা শুষে নিতে চায়!
শরীরের সুস্বাদু গন্ধে
ওরা মাতোয়ারা হয়ে যায়!
আসলে ওরা খাদক।
ফাগুন এলেই বেশভূষা বদলে নেয়।