কবিতা:- অসময়ের ভ্রান্তিবিলাস
✍️ মনোজ ভৌমিক


স্বপ্নীল চোখে দাঁড়িয়ে আছি নীল যমুনার তীরে,
বাজাবে বাঁশী প্রাণের সখা এই মনের মন্দিরে!


ক্লান্ত বিকেল গোধূলি রঙে খেলছে দারুণ খেলা!
মনের মাঝে নামছে আঁধার বয়ে যায় যে বেলা!!


উড়ো মেঘের বৃষ্টি এসে হঠাৎ ভিজিয়ে দিল মন,
কেমন করে বোঝাই তোরে  এ মনের জ্বালাতন!


বৃষ্টি ছোঁয়া ঐ কদমগুলি আজ খেলেছে লুকোচুরি,
শেষ আলোতে ঝলকে ওঠে এই মনের মাধুরী।


হঠাৎ করে নামলো আঁধার অতৃপ্ত মনের আশ,
স্বপ্ন আঁখি খুলে দেখি,অসময়ের ভ্রান্তিবিলাস!