কবিতা:- আটচল্লিশের স্বপ্ন
            মনোজ ভৌমিক


দুটি আন্তরিক শব্দকে প্রচন্ডভাবে একাত্ম হতে দেখেছিলো তারা,একাত্তরের বারুদী জঠরে।
জন্ম নিয়েছিলো আর এক একাত্তর,হতাশার অন্ধকারে ভরা নিরবিচ্ছন্ন সংসারে।
নিমজ্জিত অন্ধকারের বুকচিরে জেগে ওঠা শব্দ অক্ষরদের ভালোবাসা পেতে চেয়েছিলো সে,
মায়াবী শব্দ-অক্ষরগুলি ছলনার আবেশ নিয়ে কেবলি অসীম যন্ত্রণা দিয়েছে তাকে।
যন্ত্রণাময় চাবুকের দাগ বুকে নিয়ে সে প্রতিনিয়ত আন্তরিক ভালোবাসার অর্থ খোঁজে,
চারিদিকে বিবেকহীন শব্দের ছড়াছড়ি, স্বার্থপর ভাবনাদের আজ সে ভালো বোঝে।
জেগে উঠে আর এক সাতচল্লিশ!,অভিনবত্ব আর সংশয়ে পর্যবসিত হৃদয়।
হতাশার হাতছানি দেখে প্রতিনিয়ত,হিসেবী অঙ্কে দেখে জীবনের জয়পরাজয়।
চারিদিকে প্রাচুর্য-এর দাম্ভিকতা, সম্পর্কের পাহাড়ি আর্তনাদ কানে ভাসে,
বিষণ্ণ শরতের আবেশ নিয়ে ঘুমিয়ে যায় সাতচল্লিশ,হেমন্তের হাত ধরে আটচল্লিশ এগিয়ে আসে।
এখন চোখে তার কেবলি বাহাণ্ণোর উন্মাদনা,জানিনা এ অবক্ষয়ী সমাজে সে আর আসবে কিনা!
তবুও প্রচেষ্টা তার আটচল্লিশকে ব্যর্থ অভিনন্দন জানিয়ে বলবে,"আবার বাহান্ন জাগুক না!"