কবিতাঃ-অভিশপ্ত এ বৈধব্য
✍️ মনোজ ভৌমিক


শরীর ছুঁয়ে দাঁড়িয়ে আছে
ক্লান্ত সময় রোদ্দুর,
রোমন্থননেই উঠছে কেঁপে
মন কেমনের সুর।


নিকানো উনুন জ্বলে না আর
বুক ভরা যন্ত্রণা,
রঙিন গোধূলি ছুঁয়ে যায় চোখ
মন হয় আনমনা।


শূন্য ললাট,শূন্য শ্রীমন্ত,
শরীর যেন শ্রীঘর!
সান্ধ্য আয়না বলছে হেসে,
আমায় করলি পর!!


রাত গভীরের মিলন শয্যা
আজ বড়ই উদাসী!
বলেনা আর হৃদয় ছুঁয়ে,
খেলা খেলি ভালোবাসি।


সকাল গড়িয়ে রাত্রি আসে
বিষাদ করুণ সুরে,
কাছের মানুষ ছিল যারা
চলে গেছে যেন দূরে!


নিয়মের জালে বাঁধা জীবন
মিথ্যে সকল কাব্য,
শাঁখের করাতে সময়ের ডোর
অভিশপ্ত এ বৈধব্য।