কবিতা:- আয় না বর্ষা
        মনোজ ভৌমিক    


বৃষ্টি কথাটা এখন না হয় অফ-লাইনেই থাক,
বর্ষা ব্যথাটা এমনি করে অন-লাইনে ঝরে যাক।
কদম ফোটা মনেতে আজকে বৃষ্টি জড়ানো শোক,
হৃদয়ভাঙা দু:খ কথা ঐ অন-লাইনেই হোক।


অফ-লাইনের বর্ষাটা কিন্তু শোনে না কারুর কথা,
যখনতখন গ্রীষ্ম মনে দিয়ে যায় দারুণ ব্যথা।
ব্যথা জাগানিয়া পুরানো কথা মনে খাচ্ছে লুটোপুটি,
আয় না বৃষ্টি, চলনা এখন শহরজুড়ে ছুটি।


ছুটতে গিয়ে হোঁচট খেলে জোরে হাতটা টেনে ধরিস,
পুরানো গল্প জড়িয়ে বুকে একটু ভিজতে বলিস।