কবিতাঃ- আয় না রে মা ত্বরা করে
✍️ মনোজ ভৌমিক


ঘাসের বুকে জমছে শিশির
শিউলি ছড়ায় গন্ধ,
কাশের দেহে খুশির দোলা
আকাশে মেঘের দ্বন্দ্ব!


হঠাৎ করে অঝোর ধারা
ভেজায় ধরার বুক,
গুমোট বাতাস আনছে বয়ে
অজানা জ্বর অসুখ!


মাটির 'পরে লুটিয়ে পড়ে
কোমল পাতার দল!
কোন সুখে মা তোর বন্দনা
আজকে করবো বল!!


বছর দুয়েক গেল কেটে
জরায় ভরেছে ধরা,
আগমনীর সুরেতে কেন
করুণ রাগিণী ভরা!


আয় না রে মা ত্বরা করে
দূর কর যত শোক,
দুর্গতিনাশিনী তুই যদি মা
মুক্ত হোক এ দুর্ভোগ।