কবিতাঃ-আয় সখী আয়
✍️ মনোজ ভৌমিক


অস্তরাগে রাঙিয়ে ও মন
লুকিয়ে অন্তরালে,
বললে তুমি ভালোবাসার
দীপক রেখেছি জ্বেলে।


দিগন্ত রঙে রাঙিয়ে চোখ
একলা ছিলেম বসে,
হঠাৎ কেন সাঁঝের বেলা
ডাক দিলে ভালোবেসে!


আঁধার ঢাকা এই মনেতে
নেই তো রঙের খেলা,
কেমন করে বোঝাই বলো
আজ যে শেষের বেলা!


পুতুল পুতুল খেলা আজ
পড়ছে ভীষণ মনে,
ভালোবাসার সেই মধুক্ষণ
আসুক ফিরে জীবনে।


রাত ফুরোলেই বাত ফুরোবে
সাঙ্গ ভবের খেলা,
আয় সখী আয় খেলি দু'জনে
সময় যে কালবেলা!