কবিতা:- আয়রে দলিত করবো পীরিত
কবি:- মনোজ ভৌমিক


দলিত নিয়ে আজ উত্তাল রাজনীতি!
দেখতো চেয়ে
ঐ মিছিলে
আসলি দলিত রয়েছে একটা নাকি?


এবার চলো চোখটি দেখি ফেড়ে
নাচছে কারা!
জ্বলছে কারা!
হাসছে কারা গদির নেশায় ওরে!


সেদিন তো ভারী দলিত নিয়ে আন্দোলনে ছিলো!
ধরনা দিলো
অনশন হলো
গুটগুটি পায়ে "না" বলেও গদিতে বসে গেলো!


আজকে আবার মহারাষ্ট্র উন্মাদ কেন হলো?
গাড়ী জ্বললো
অবরোধ হলো
দলিতের নিয়ে ওখানে আবার কে এগিয়ে এলো?


ধন্য এ দেশ,ধন্য ওরে বর্ষ পুরানো রীতি
হালকা আওয়াজে
উঠলো নেচে
এ দেশের সেই প্রাক্তন রাজনীতি।


বলনা এবার কোথায় আছে এদেশের রাজনীতি?
প্রতিপত্তি চাই
মফত কামাই
বোঝেনা ঐ মানুষগুলো,তাই এ হেন দূর্গতি।


স্বধীনতার শতাব্দী হতে গেলো
তোমার কী হলো?
আমার কী হলো?
এ দেশটাতো জাত পাতেতেই মরলো।


এ দেশে যদি বুলেট ট্রেন ছুটবে
কে বসবে?
কে দেখবে?
মানসিকতা কী কোল ইঞ্জিনেই থাকবে?


তাকিয়ে দেখো,এগিয়ে চলছে ওরা।
জেগেই ঘুমোই
ভাষণ শোনাই
এখন কেন আমাদের পিছে মোড়া?


আয়রে দলিত, করবো পীরিত
তোরা বিনা এ দেশ আনকোরা।