কবিতাঃ- বাদল মেঘ
✍️ মনোজ ভৌমিক


দ্বন্দ্ব তোমার চলতে থাকে
ছন্দ কথারই রূপ ধরে!
আষাঢ় শ্রাবণ কি বৈশাখে
শরৎও নাও ভাগ করে।


হেমন্ত শীত বসন্তটাও
বাদ যায় এই বেলায়!
আসল কথা মেতেছ তুমি
দিন বদলের শেষ খেলায়!!


সব ঋতুতেই দখল দেখি
বড়ই অরূপ রূপ ধরে!
মধুমতী নও যে বেলায়
বাসছো ভালোই ঢং করে!!


তাই দেখছি সময় আজ
তোমার চোখেই চোখ রাখে!
অশীতিপর হয়েও ওরা
মনের খোঁজের ঘুরপাকে!!