কবিতা:-বাহান্নদর্শীদের প্রশ্ন
✍️ মনোজ ভৌমিক


ভাষা শহীদরা প্রতিবছরের মত ফেব্রুয়ারি একুশকে প্রশ্ন করে,
"ফাগুনী রক্তে আগুন জ্বালানো ভাষা, তুমি কেমন আছো?
ভাষা নির্বাক। ক্ষণেক পরে মুখ নিচু করে, মৃদু স্বরে বলে,
" ভালো নেই।মমতাময়ী মায়ের আঁচল আর সেভাবে আমাদের ঢাকে না।"


আর্তনাদী শহীদেরা, সাঙ্ঘাতিক লজ্জায় মুখ লুকোয়!
বাহান্নোর মাতৃত্বকে প্রশ্ন করে,"মা তুমি কোথায়?"
উত্তর আসে,"আজ সময়ের প্রদূষণে,মা'র ভাষা বড্ড ব্যথায়!"
তবুও একুশের বন্দনা হয়!আজও সে মাতৃত্ব কি জাগবে হেথায়...!!!


বিপন্ন সময়ের হাত ধরে জেগে ওঠে বাহান্নোর ব্যর্থ ছবি,
" আরে ইয়ার, দিজ ইজ টোয়েন্টি ফার্স্ট....ডিয়ার কবি!"
শহীদেরা ঘুমিয়ে যায়,শহীদ বেদীর গভীরে,
আজ শ্রদ্ধাঞ্জলিতে,কয়েকটা গোলাপ আর ধূপের ধোঁয়া ওড়ে।


কেবলি বাহান্নদর্শীদের চিৎকার,"শহীদ অমর রহে।"
কারুর প্রশ্ন,"আজ মাতৃভাষা দিবস না,শহীদ দিবস হে!"