কবিতা  :- বাহান্ন তুমি আবার জাগো
              মনোজ ভৌমিক


ও বাহান্ন তুমি কেমন আছো খুব জানার ইচ্ছে জাগে!
তুমিই নাকি একুশ এনেছে সেই রক্ত ঝরানো ফাগে!!


এ একুশ তবে বলছে কেন ইংরেজি ভাষাটাই আগে!
ভাবনাগুলো যাচ্ছে মরে যেন মাধূর্যহীন অস্তরাগে!!


ওগো বাহান্নদর্শী নীরব কেন? আওয়াজ তোলো আজ।
বাংলা আমাদের মায়ের ভাষা,তার এমনিতর সাজ!!


নয়'মাস ভীষণ যুদ্ধ করে যার জন্মদিলেন পিতা,
সেই ভাষার একি অবহেলা! আজ অন্তরে জাগে ব্যথা।


ভাষায় জন্য শহীদরা কি আজ পাচ্ছে সঠিক সম্মান!
যে ভাষাতে দেশ গড়লো সে ভাষারই এত অসম্মান !!


এমন মিষ্টি মধুর ভাষা এ বিশ্বে কোথায় আছে বলো?
বাংলা মোদের অহঙ্কার তাই বাঙলার পথেই চলো!


ধর্মের অজুহাত দিয়ে কেন ঊর্দুটাকেই করে খাড়া !
তবে কি আজও সেই পাকিস্তানী মারছে পিছনে ছোরা!!


ইংলিশ না হয় ইংলিশই থাক যেমন আছে তেমন,
বাংলাটাকে ছাড়াও এ বিশ্বে একুশকে পেয়েছো যেমন।


আজকে আবার নতুন করে শপথ নেওয়ার পালা,
বাহান্ন তুমি আবার জাগো কাটুক বাংলার কালবেলা।