কবিতাঃ- বাঁচার জন্য হাঁটা
✍️ মনোজ ভৌমিক


জানিস অনিকেত,
আজকাল আমি অনেক...অনেক হাঁটি....
সকালে, সন্ধ্যায়,রাতে খাওয়ার পরেও!
হাঁটার সময় গা থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ে!!
কারখানার শ্রমিক,ঝাঁকামুটে,ফেরিওয়ালা আর ঐ কৃষকের মত!
খুব কষ্ট হয় জানিস,ক্লান্তি নামে সারা শরীরময়!!
তুই তো জানিস এখন আমার কোনো কিছুরই অভাব নেই,
প্রাচুর্য আর বৈভবে সাজানো আমার সংসার।
তবুও আজ আমায় হাঁটতে হয়!
যখন হাঁটার ছিল তখন কল্পনা বিলাসী হয়েছি,
যখন ছোটার ছিল,ছুটছে মস্তিষ্ক শুধু টাকার পিছনে!
শরীর হাঁটেনি একটিবারও!!
আর আজ! হাঁটা ছাড়া বাঁচার কোনো উপায় নেই অনিকেত!!
বেঁচে থাকাটাই এখন ডাক্তারের অন্তিম নির্দেশ...