কবিতা:-বাঁচার শক্তি দেনা মোরে
                  মনোজ ভৌমিক


জানো কি গো মা,বামুন পাড়ায় বাজছে কেনো ঢাক?
ধ্যাং কুড়া কুড় বাদ্যি বাজে সেথা বড় হাঁকডাক।


ওরা হোথা এনেছে কিনে,এক মাটির তৈরি মা!
সঙ্গে নাকি চার ছেলেমেয়ে,সিংহ বাহিনী মা!


ধরার মাঝে আসেন তিনি,মেটাতে সবার দুখ।
চাইবো গিয়ে মোদের তরে একটুখানিই সুখ।


বড় সুন্দর সাজ নাকি মা'র,ভীষণ দয়ালু!
তৈরি হয়ে নেনা মা, তোর বেশ বড় যে আলুথালু।


জনমদুখিনী মা যে আমার বড় কষ্ট করে,
বাপটি আমার জন্ম পরেই গেছে ছেড়ে মোরে।


বলবো তারে,"মেয়ে জন্ম দিলি কেন এ গরীব ঘরে?
জন্ম যখন দিলি হেথা, বাঁচার শক্তি দেনা মোরে।"