কবিতাঃ-বাঁচবে ওরা
✍️ মনোজ ভৌমিক


লড়াই চলেছে বিশ্ব জুড়ে
বাঁচার জন্য এখন,
মানুষ বন্দী চারদেওয়ালে
মৃত্যু খেলছে যখন!


বলতে পারো এ লড়াইয়ে
জিততে পারবে কারা?
লড়াই যাদের নিত্যসঙ্গী
ভূমিহীন সর্বহারা।


লড়াই করে জোটে ওদের
দিনান্তে পোড়া রুটি!
আকাশকুসুম ভাবে না ওরা
দেহ মজবুত খুঁটি।


অকুতোভয় ওরাই জানে
বাঁচার প্রকৃত মানে,
ছাদ বিহীন ঘরে নিবাস
জীবনের জয়গানে।


কর্মযজ্ঞে মাঠে ময়দানে
নেই মৃত্যুর ভ্রূকুটি,
কঠিন লড়াই লড়ে ওরা
হয়েছে আজ ধূর্জটি!

মানবতার লড়াই লড়ে
ধর্ম বিভেদ ভুলে,
স্বজন হারা শ্মশানে ওরা
চিতায় আগুন জ্বালে।