কবিতা:-ব্যর্থ পরম্পরা
✍️ মনোজ ভৌমিক


ইতিহাসে আছে লেখা সময়ের কথা,
ভাবনার পাতা খুলে পাই মনে ব্যথা।
ত্যাগের মহিমা দেখি পাতায় পাতায়,
হৃদয় আকুল হয়, মন ছুঁয়ে যায়।
মহাজ্ঞানী বলীরাজা দানী ছিল ভারী,
দেবলোক ঈর্ষান্বিত তাহারে নেহারি।
পরীক্ষার্থে বিষ্ণুদেব করিল ছলনা,
বামন রূপেতে তারে দিলেন যাতনা।
রাজপাট ছাড়ি রাজা গেলেন পাতালে,
তাহার ত্যাগ মহিমা ব্যপ্ত ভূ-মণ্ডলে।
রামায়ণ খুঁজে দেখি ভরত মহান,
রাজসুখ ত্যাগ করি পাদুকায় প্রাণ।
শ্রীরাম ত্যাগের কথা কি বলিব আর,
সবার আদর্শ তিনি পূজি বার বার।
মহাভারতেও আছে ত্যাগ উপাখ্যান,
ভীষ্ম দানী কর্ণ সহ দ্রৌপদী মহান।
আলোর দিশারী ওই ত্যাগী মহম্মদ,
ইসলাম ধর্ম কথা তাহার সম্পদ।
রাজ বৈভব ত্যাজিয়া সিদ্ধার্থ গৌতম,
জেরুজালেমের শিশু হলো নরোত্তম।
ধর্ম সম্প্রচারে ত্যাগ করে সুধীজন,
হিউয়েংসাঙ ছিল তারি একজন।
দেশের স্বাধীনতায় ত্যাগীরা মহান,
অবলেশে দিয়েছেন প্রাণ বলিদান।
মাতাপিতা মহাত্যগী সদাই ভুবনে,
আজকের এ সমাজে বৃদ্ধাশ্রম জানে।
গুরুশিষ্য ত্যাগ কথা ছিল সমুজ্জ্বল,
সময়ের ইতিহাসে নেই সেই ফল।
উন্মাদ উন্মত্ত আজ এই সসাগরা,
স্বার্থ মগ্ন হেথা সবে ব্যর্থ পরম্পরা।