কবিতাঃ- ব্যথা শুধু ওরা সয়
✍️ মনোজ ভৌমিক


ঠান্ডা জমিয়ে পড়ুক
রোদটা যাক হারিয়ে,
তুমি আমি থাকি ভালো
গরম জামা জড়িয়ে ।


একটু তাকিয়ে দেখো
ফুটপাতের সামনে,
আধখোলা কলেবরে
রয়েছে ওরা কেমনে!


শীত রোদ বৃষ্টিতেও
থাকে সদাই এমনি,
আধপেটা থাকলেও
সহ্য ক্ষমতা তেমনি ।


কতকিছু দেখে ওরা
দেখে শত অভিনয়,
দিন আসে দিন যায়
ব্যথা শুধু ওরা সয়।