কবিতা:- বায়না আর কোরো না
✍️ মনোজ ভৌমিক


বায়না আর কোরো না ওগো
ঐ তারাটা এনে দাও,
রয়েছে ও যে ঘুমের দেশে
ধূসর মেঘের নাও।


রাতের তারা ঘুমিয়ে আছে
বিষন্ন হেমন্ত প্রাতে,
মিছেই করছো ডাকাডাকি
অভিমান ওর সাথে।


ঘুম ভাঙলে খুঁজবে ও যে
কোথায় আমার প্রিয় !
গঙ্গা যমুনা ধারা নামলে
নিজেকে সামলে নিও।


গভীর নিরাশা বুকে নিয়ে
কাঁদবে তুমি একাই,
বৃষ্টি কণা ঝরবে যখন
বুঝবে কান্না ওটাই।


সুখের দিনে অসুখ নিয়ে
কাঁদিয়ে গেলো সবারে,
চির শান্তির নিদ্রা চোখেতে
একটু ঘুমাতে দে রে।