কবিতা :- বেচারা মামদো
             মনোজ ভৌমিক


হাসির কথাটা বলবো কারে ভাই...মরি যে বড় লাজে,
মামদো ভূতের বউটি নাকি গো শেষ বয়সেও সাজে!!
বাহার দেখে পাড়ার যত প্যাংলা ভূতেরা দেয় উঁকি,
এই সব দেখে মামদো বেটার মনটা যে যায় ঝুঁকি।
পরাণ প্রিয়া শাঁকচুন্নিটা  বুঝতেই চায় না কিছু !!
আদর দিয়ে বোঝাতে গেলেই ডিমান্ড অনেককিছু।
"বাড়ী গাড়ী সবই তো দিয়েছি,আধুনিক সুখের সাথে,
এখন কেন রে মরছিস প্রিয়া তুই মিথ্যে উৎপাতে?"
এ কথাতে শাঁকচুন্নির উঠলো রাগ সপ্তমেতে,
"যা মিনসে অফিস যা, দেখিস গিয়ে আজ ফেসবুকেতে।"
বৌয়ের কথায় জুজু হয়ে মামদো পাছা নাড়তে থাকে,
একটি গ্লাস জল ঘিটে সে দরজার পাণেতে দেখে।
হনহনিয়ে অফিসে গিয়ে প্রোফাইলে যেই চোখ রাখে,
লাইক কমেন্টের বহর দেখে ভিরমি খেতে থাকে।
"ওরে ও শাঁকচুন্নি,শেষ বয়সে এ করলি কি তুই!
এ ভেজা বসন্ততে কেন ফোটালি ভালোবাসার জুঁই?"