পদ্যকবিতা:- বেহিসাবি সুখে
                  মনোজ ভৌমিক


শ্বাস টেনে ঘুমিয়ে যায় এ ব্যর্থ প্রশ্বাস,
আকাশের ঘুম ভাঙায় ওই মেঘের উচ্ছাস।
ও মেঘ তো আজ মেঘ নয়, ধোঁয়াশা কেবল,
প্রদূষণে ভরা ও যে,নেই বৃষ্টির জল।


তুমি আমি চেতনা হারিয়ে চলছি যে কত পথ,
ভুলে গেছি আজ সেই সহস্র পুরানো শপথ।
শপথ ভেঙে গেলে বলোনা আজ ক্ষতি কিবা কার?
আগামী প্রজন্মের থাকনা সব হারাবার।


আমার তোমার সুখ এখন থাকুক অবিচল,
সবুজের ডানা কেটে আধুনিক সুখ নিই চল।