কবিতাঃ- বেহিসাবী চাওয়া
✍️ মনোজ ভৌমিক


কিছু কথা বাকী আছে শ্রাবণের কাছে,
ভেজা চোখ কেন আজ শুধু চেয়ে আছে!
শরীরটা ভিজলেও ভেজেনি তো মন,
বড়ই বিষাদ ছিল সেদিন সে মিলন।


ভালোবেসে কাছে ডেকে কেন চলে গেলে,
বেদনার বারিধারা দু'চোখেই দিলে!
যাবে যদি চলে তুমি এসেছিলে কেন?
ভাবিনি তোমার প্রেম দুর্বল এ হেন!


শরত শিশির মেখে মধুময় রাতে,
ভেবেছিনু ঘর বেঁধে রব দু'জনাতে।
শুধুই শরীর নিলে এতটুকু ক্ষণ,
দুমুঠো পয়সা দিয়ে গেলে গো যখন!
বোঝালে পয়সা দিয়ে কিনেছ শরীর,
বোঝোনি গো একবারো মনটা নারীর।