কবিতাঃ- বেলা শেষের ডাক
       মনোজ ভৌমিক


সময় আর স্রোতে ভেসে যায় কথাকলি,
রোমন্থনে আনমনে অতীতে হেঁটে চলি।
স্মৃতির মুকুরে ভেসে ওঠে কত বেদনা
হৃদয়ের অন্তঃস্থলে অনুভবে যাতনা।


উদাস ভাবুক মনে ভাবনা আনমনে,
ক্লান্ত দুপুর বেলার বিষন্নতার ক্ষণে।
জামুনের পাতা খসে পড়ছে টুপটাপ,
হিজল বকুলের বুকে ঘোর পরিতাপ ।


ওই তো কার শুনি ডাক ধীর ক্ষীণ বটে  
বাঁধা আছে নৌকো এক বৈতরণীর তটে ।
ধর্ম রক্ষার লাগি সুদর্শন চক্র ধায়,
মন ছন্দহীন নীরব গোধুলি বেলায়।