কবিতা  :-বিভেদ কেন গো মাঝখানে
            মনোজ ভৌমিক


বলছে রহিম কেঁদে কেঁদে
"আম্মা, যাব রামের বাড়ি।
আমায় তুমি দাও গো যেতে
দিচ্ছ কেন পায়েতে বেড়ি!


ওদের ঘরে উৎসব আজ
কাকীর হাতের পিঠেপুলি!
আমার দু'জন খাবো বসে
সকল বিভেদ যাও ভুলি।


ও যে আমার বন্ধু সখা
আমার খেলার প্রিয় সাথী।
ঈদ মহরম পুজোপার্বণে
আমরা একসাথেই থাকি।


ধর্ম কেন আমাদের মাঝে
আজ বিভেদের রেখা টানে!
রক্তমাংসে গড়া শরীর
বিভেদ কেন গো মাঝখানে!!