কবিতা:-ভাব ভাবনায় ভাবটা রাখ অশেষ
            মনোজ ভৌমিক


পালক গজালেই মরে যে পিপীলিকা,
আজকে তারই সঠিক পাচ্ছি দেখা।
নিজের পায়েই মারছে ও যে কুড়ুল,
উপায় নেই সারা দেহেই তো জড়ুল।


অপারেশনটা করনা নিজের দেহে,
পড়শি শরীর দেখছিস কেন চেয়ে?
পঁয়ষট্টিটা আজকে হেথায় নয়,
একাত্তরে পেলি ওদের পরিচয়।


কার্গিলেতে গিললি থুকটা নিজেই,
নিজের কবর খুঁড়ছিস সহজেই।
তবু নিজেকে বদলালি না তোরা কেন?
প্রীতির ভাষা বুঝেও বুজিস না যেন!!


ক্রিকেট পীচটা খোখলা দেখি তোর,
হাতে পায়েও তো নেই যে তেমন জোর।
ফাটা বলে উইকেটটা পাবি না আর,
বলগুলি যে বাউন্ডারির পার।


গদির নেশায় মত্ত ছিলি ওদিন,
আজকে হলি আতঙ্কিদের অধীন।
মরণকালে বুদ্ধিই ভ্রষ্ট হয়,
দিচ্ছিস কি আজ তারই পরিচয়..!!!


আমজনতার দোষটা কোথায় বল?
ধর্ম অজুহাতে করিস কেন ছল...!!
তাকিয়ে দেখ এ দেশটাকে আজ হেথা,
বিবিধতার মাঝে প্রেমের বারতা।


সময় এখনো হয়নি কিন্তু শেষ,
ভাব ভাবনায় ভাবটা রাখ অশেষ।