কবিতা (শিশুতোষ)ঃ-ভাবছে খোকা
✍️ মনোজ ভৌমিক


সকালবেলা ঘুমের থেকে
উঠলো খোকন সোনা,
জানালা দিয়ে দেখছে চেয়ে
রবি মামা দেয় হামা।


মা দেয় ডাক,"ওরে খোকন
কোথায় গেলি রে তুই!"
"পড়াশোনা নেই তো গো মা,
আর একটু না হয় শুই।"


বাগান পানে তাকিয়ে দেখে
সবার মিলন মেলা!
কীট পতঙ্গ পশু পাখিরা
খেলছে আপন খেলা।


তাই না দেখে বন্দী খোকন
ভাবছে উদাস মনে,
এই জীবনে কবে আবার
খেলবে ওদের সনে!