কবিতা:- বিবর্তন কেন আসে
কবি:- মনোজ ভৌমিক


একটাই কথা তোমাদের বলি আমি,
জীবনেতে আমার অনুভব কমই।
যতটুকু দেখি, নিজের ভাবনা খুঁজি,
কাজ কম তাই কবিতাতে রাম ভজি।
বন্ধুরা হাসে, বলে পাগল বা বোকা,
হলাম না হয়! যায় না মাথার  পোকা।


অনেক বদলই ঘটছে এই দেশে,
গ্রাম চলেছে আজ শহর গা ঘেঁষে।
মানুষেরা দেখি বদলে গেছে কেমন!
সময় হারিয়ে ইন্টারনেটে মন।
এখন নেই শরীরচর্চাও গ্রামে,
ছেলেপুলে মোবাইলে পড়বার নামে।


শহরেতে আজ বিচিত্র নানা ছবি,
বাবুলোক তারা, ঐশ্বর্যের দাবী।
চারিদিকে আজ তাদেরই বোলবলা,
পয়সা কম? তুমি হবেই হেলাফেলা।
পয়সা এখানে জীবনের মাপবল,
পয়সা না থাকলে যাবেই রসাতল।


মা ,বাবা সাথে সম্পর্ক আগে ছিল?
আত্মজ তাই মানুষ করতে হল,
লাভে লাভ বৃদ্ধাশ্রম ডেকে নিলো।
পরিবর্তন আগামীতেও পা দিলো,
পরিবর্তন কত দেখি এই দেশে!
মানুষের মনে বিবর্তন কেন আসে!!