(সেক্সপিয়ারীয় সনেট)
কবিতা:- বিবর্ণ ফুল
✍️ মনোজ ভৌমিক


ফুলের বাগানে ফোটে কত শত ফুল,
বিবর্ণ রূপ নিয়েই কিছু ফুল ফোটে।
কিছু ফুলে রঙ থাকে আর কিছু ভুল,
সময়ে ওদের ভাগ্যে অবজ্ঞাই জোটে।


প্রভাত বেলায় মালি নিয়ে আসে ঝাঁকি,
করুণ নয়নে শুধু মালি পানে চায়।
কত শত তোলে ফুল ওরা যায় ফাঁকি,
বাহারি ফুলেরে ভরি দ্রুত পদে ধায়।


ওরা শোভে দেবপদ কন্ঠে ও বেণীতে,
হায়রে বিবর্ণ ফুল বড়ই নিরাশা।
ফোটে ওরা একসাথে প্রতিদিন প্রাতে,
না পেলি ভবের সুখ, অলি ভালোবাসা।


হতাশ হৃদয় লয়ে বাগানে বিরাজে,
সাঁঝবেলা ঝরে পড়ে লাগে না তো কাজে।