কবিতা:- বিদায়ীক্ষণে শীত
          মনোজ ভৌমিক


হঠাৎ করে হিমেল হাওয়া কাঁপিয়ে দিলো তনু,
বলছে শীত আদুরে গলায়,"কেমন আছো জানু?
বিদায় নেওয়ার সময় হলো একটু জড়িয়ে যাই,
দখিণা হাওয়া আসলে পরেই দেখবে আমি যে নাই।


সময়ের সব খেলা এসব আমি তুমি ভালোই জানি,
সময় ফুরনো বেলা আমার,জানি হবে না অভিমানী।
আবীর রাঙা মনেতে এখন প্রেমের অনুরণন,
আমি চলে গেলে প্রাণে তোমার বসন্ত আগমন।


ভেবো তখন,কুৎসিতটা গায়ে পড়ত যখন তখন,
হিমেল আবেশে জড়াতো এ দেহ,কাঁদাতো তনু মন।
আজ আসবে দখিণা বাতাস মন প্রাণ উচাটন,
সুবাসিত তনু,সুরভিত মন,ওই যে সুদর্শন!


কুহু ডাকা স্বরে চলে যাব দূরে,রইবো বিরহ ব্যথায়,
দশমাস পরে আসবো ফিরে,অতি একান্ত ভালোবাসায়।