কবিতাঃ- বিদায়ী শ্রাবণ মেঘ
✍️ মনোজ ভৌমিক


ভাবনা আজ আকাশ পানে
বিদায়ী শ্রাবণ মেঘে,
দুচোখ ভরা কান্নায় তার
বিরহ রয়েছে জেগে।


যাবার বেলা বলছে ওযে
আসবো আবার ফিরে,
কেমন করে কাটবে বেলা
সাদা মেঘেদের ঘিরে!


সময় পেলেই আসবো ছুটে
ভেজাবো তোর ও বুক,
আমায় নিয়ে ভাবতে বসিস
পুরাতন সেই সুখ।


শ্রাবণ প্রেমে উন্মাদ দিন
মিটবে কি আর তায়!
বোঝতে গেলে ভাবনা যেন
আজ কাব্য হয়ে যায়!!