কবিতা:-বিকেলের মেঘ
✍️ মনোজ ভৌমিক


আজ বিকেলের মেঘটা দেখি অন্য মনে!
কারুর কথা ও ভাবছে যেন সঙ্গোপনে!!
উদাসী বায়ু বইছে মনের অলিন্দতে,
স্মৃতিপটে হয়তো বকুল উঠছে ফুটে!


বুক খোলা ওই বারান্দাতে দাঁড়িয়ে একা,
আপন মনে বলছে যে ও কতই কথা!
মন্দ হাওয়া হঠাৎ করে চোখ ছুঁয়ে যায়!
নোনা জল দুই চোখে বায় ঝর্ণা ধারায়।


যক্ষ হৃদয় ওই হৃদয়ে করছে খেলা,
তাই বুঝি ওর আপন মনে কথা বলা!
জানলা খোলা মনটা কেন অবোধ ওরে!
বল না  ওরে বোঝাই আজ কেমন করে!!


সন্ধ্যা ঘনায় দিগন্তের ঐ পাহাড় ছুঁয়ে,
শেষের দিনের মিথ্যে চাওয়া কেন ওরে!!