কবিতা:-বিকলাঙ্গ শব্দের প্রসবনে
               মনোজ ভৌমিক


(কবি  জসিম উদ্দিন মহম্মদের কবিতায় উদ্বুদ্ধ হয়ে লিখলাম কবিতাটি)


ধর্মান্ধ রক্তের দাগ বুকে নিয়ে আমি শতাব্দীর পর শতাব্দী শব্দটাকে খুঁজি!
সৃষ্টিরর আদিতে যে শব্দটা দুটি ভিন্ন প্রাণকে জুড়েছিলো আজ তাকেই বুঝি।
যে শব্দের মায়াময় আবেশে সুস্বাদু আপেলে,জেগেছিলো তারা সৃষ্টির জাগরণে!
তারপর থেকে সে নি:স্বার্থ শব্দকে ঘুরতে দেখেছি বিশ্বের অনেকের প্রাণে।
প্রগতির যন্ত্রণা নিয়ে শব্দটা বারবার ধর্ষিতা হয়েছে এই গ্রহে,
কয়েক হাজার শতাব্দী পর সেই শব্দটাকেই আহ্বান করছি স্বাগ্রহে।
শতাব্দীর কলুষিত অন্ধকারে তুমি কি প্রসব করবে সেই শব্দটাকেই?
আমি এক জ্যান্ত প্রেমের কবিতা লিখবো,নিষ্পাপ শব্দটা চাই।
প্রিয়তমা,আজ জনবহুল দ্বীপে শবরীর প্রতীক্ষা নিয়ে বসে আছি আমি,উৎকণ্ঠিত তনুমন!
শব্দটা চাই! তোমার কন্ঠ চিরে প্রাসব উন্মাদনায় উন্মুখ শতাব্দীরর শেষ শব্দ এখন।
বেরিয়ে এলো বহু প্রতীক্ষিত চার অক্ষরের শব্দ"ভালোবাসা"কিন্তু বিকলাঙ্গ প্রসবন!
হায়! কি অদ্ভুত! শতাব্দীর শ্রেষ্ঠ শব্দ "ভালোবাসার"যে বিকলাঙ্গ প্রসবন এখন!
ভাবনারা মরে যায়, শব্দ-অক্ষরগুলো নিষিদ্ধ পল্লীর রাস্তায় পা বাড়ায়!
শরীরী আর্তনাদে জেগে ওঠে ওই শব্দটা"কবিতা" যে আজকে আগামীর সংশয়!