কবিতাঃ-বিষাদ কাটবে
✍️ মনোজ ভৌমিক


শরতের মেঘ দেখছি বড়ই চতুর!
শ্রাবণ প্রেমে রয়েছে মগ্ন মধুর!!
যখনতখন ধরে শ্যামলী বরণ,
ভাবনা বুকে রাধা কাঁদে অকারণ।


ফুলে ফুলে ওঠে হৃদয়ের শত ব্যথা,
বিরহী মনের বে-হিসেবি রূপকথা!
হাওয়া নিশ্চুপ নিস্তেজ হয় দম,
গুমোট বাতাস শিয়রে দাঁড়ায় যম!


মিলন বিরহে মেঘ হয় পেঁজা তুলো,
বলছে শ্রাবণ,আমারে কেমনে ভুলো!
আলোছায়া খেলা চারিদিক মনোরম,
আগমনী গান কানে বাজে হরদম।


আকাশ নীলেতে খুশির আলোকমালা,
মুছে যাক আজ সময়ের বিষ জ্বালা।
বিষাদ কাটবে মা দুর্গার আবির্ভাবে,
এই অসময় অচিরেই কেটে যাবে।