কবিতাঃঃ- বিষাদ ক্ষণে
✍️ মনোজ ভৌমিক


শরীর জুড়ে মেঘলা আকাশ
মনে বিষন্ন রোদ্দুর,
ভাবের ঘরে হিমেল বাতাস
হেমন্ত বাজায় সুর!


গাছের থেকে খসছে পাতা
সদাই আপন মনে,
ঘাসের বুকে জমছে শিশির
কান্না চোখের কোণে।


হিসাব কষি সাঁঝ বেলাতে
পেলাম হেথায় কি?
দেয়াল ভাঙা শরীরটায়
ব্যথার ছবি আঁকি।


স্মৃতির পাতায় খুঁজতে বসি
পুরানো দিনের ছবি,
সব হারানোর মাঝে দেখি
ব্যথায় ডুবছে রবি!


মন ভাঙা সব শব্দ দিয়ে
ভরছি হৃদয় খাতা,
গোধূলির রং প্রশ্ন করে,
সংসার কেন পাতা?


শূণ্য আজ হিসেব নিকেশ
শূণ্য এ জীবন রথ,
তবুও তোমায় নিতে হবে
জন্মান্তরের শপথ!


বিষাদ শত ভরছে মনে
বিষন্নতা এসে ধরে,
বিনি সুতোর জীবন থেকে
সম্পর্কও যায় দুরে!


ভুবন মাঝে আঁধার যেমন
ঘনায় দিনের শেষে,
এ জীবনেও বিষাদ আসে
গোধূলি বেলায় এসে।


ভুলতে বিষাদ প্রজন্মকে
আঁকড়ে ধরি বুকে,
সময় বলে,কী লাভ বলো
প্রান্তিক এই সুখে?


জীবনচক্রের দ্বন্দ্ব দোলায়
খুব দুললে তুমি,
রঙ্গমঞ্চের শেষ দৃশ্যে
দুই গজের ঐ জমি।