কবিতাঃ- বিষাদিত চিত্ত
        মনোজ ভৌমিক


এখনো কি কাক এসে বসে!
চিলেকোঠা ঘরের কার্ণিশে!!
কর্কশ স্বরে কি সদা ডাকে!
দুশ্চিন্তা মনে কি কু-আঁকে!!


মেঘলা রোদ আঙিনা ছোঁয় কি!
বারান্দা বিষাদ চিত্তে নাকি!!
মুক্তচিত্তে দেখো গো তাকিয়ে,
সংস্কারী মন কেন গো প্রিয়ে!


সেই বিষন্ন গ্রীষ্ম দুপুরে,
আঙিনায় ঘুঘু গেল ঘুরে।  
"হায়! হায়!" শব্দে বল্লে তুমি,
নির্মূল হবে যে ভিটে জমি !!


এ ধরিত্রীর আঙিনা জুড়ে
কত ঘুঘু গেছে বলো চরে!
ব্যর্থ এ প্রলাপ করো কেনো!
বিধাতার সৃষ্টি ওরা জেনো !!


শুদ্ধ চিত্তে চেয়ে দেখো পুবে,
আলোর যাত্রী আমরা সবে।
জ্ঞাননেত্র খুলে দেখো প্রিয়ে,
জয়ী হবো দুর্যোগ পেরিয়ে।


সময়ের ব্যর্থ পরিহাস,
কোরো না অন্ধত্বে বিশ্বাস।