কবিতাঃ- বিশ্বকর্মা
✍️ মনোজ ভৌমিক


দেব বিশ্বকর্মা,বিশ্বকর্মা,
তোমায় আজকে স্মরি,
তোমার মূর্তি দেখতে গিয়ে
চোখ দুটি জলে ভরি।


শিল্পী তুমি, মহান স্রষ্টা,
তোমাতেই শিল্পায়ন,
আজকে ঐ শিল্প ভাবনায়
ডেঙ্গু জ্বর ভীষণ!


খেলা চলছে রাজনৈতিক
কারখানা জুড়ে জং,
তোমার পুজো করবে যারা
তাদের ঘরেই মাতং!


কারিগরি শিক্ষা নিয়েও
হতাশায় জনার্দন!
শুনছি নাকি দুই চাকরির
এসেছে আমন্ত্রণ!!


হাজার হাজার জনার্দনের
নেই আর চোখে ঘুম!
পিতা বলেন মধুর হেসে,
মন্ত্রীর চরণ চুম।


ওগো বিশ্বকর্মা, বিশ্বকর্মা,
যেও না ওদের ছাড়ি,
তোমার পুজোয় দেবে ওরা
চা বিস্কুট ও মুড়ি।