কবিতাঃ- বিষন্ন ব্যালকনি
✍️ মনোজ ভৌমিক


তোর হৃদয়ের ব্যালকনিতে বসেছি অনেকবার!
মন রাঙানো দখিনা বাতাস ছুঁয়েছে প্রতিবার!!
শেষ বসাটায় ঐ হাওয়ায় ছিল না তেমন দাপট!
হৃদয় ছোঁয়া ব্যালকনিটাও করেনি কোনো সাপোর্ট!!


শ্রাবণ মেঘের ঝাপটা এসে ভিজিয়ে ছিল মন!
দেখেছিলাম ওই হৃদয়ে দু'কূল ভাঙা প্লাবন!!
ছুঁইনি তোর কূল কিনারা দেখেছি কয়েকবার!
চাইনি তোকে ভালোবাসার কোনো শ্রেষ্ঠ উপহার।


তবুও কেন শ্রাবণ মেঘে ভাঙলো হৃদয় কূল?
বলতে পারিস শেষ বসাতে ছিল কি আমার ভুল??
ভুলের ঘরে ফুল ফোটাতে চেয়েছি শতবার,
কূল ভাঙা ওই অথৈ জলে সাঁতরানো ছিল ভার!


এখন তোর ক্লান্ত বিকেল ব্যালকনিটা ফাঁকা,
দখিন হাওয়া আর খেলে না, গোধূলি রঙ আঁকা!