কবিতাঃ-বিশেষণ হবে কবে
✍️ মনোজ ভৌমিক


খালিপেটে অভুক্ত উনুন
চায় এক মুঠো ভাত,
এ সময় অসুরের হাতে
নেই কোনো প্রতিবাদ!


স্বাধীন কবরে মুখ ঢাকে
পুরাতন কারিগর,
আগাছারা আজ গাছ
তাই মনে জাগে ডর!


ধর্ষিতা হলে কিশোরী পুঁই
চুপ করে দেখে মাচা!
দোপাট্টা গলায় লাউ ডগা
"বদলে দেবো এ ধাঁচা।"


চোখে ভরা জল নিয়ে দুর্বারা
আকাশের বুক চাখে,
নিশ্চুপ ঐ বটগাছগুলো
মোসাহেবি লাউশাখে!


গুল্মলতারা শুধু মাটি চোষে
খায় একপেট জল,
বানভাসি কচুরিপানার
জন্মের পাপ ফল!


ক্যাকটাস মরুভূমি বুকে
খুঁজছে বৃষ্টির স্বাদ,
সবাই আজ নীরবে মরে
নেই কেনো প্রতিবাদ!


কলম খোঁজে হিসেবী খাতা
কালি নেই ওর নিবে,
ঐ প্রতিবাদ বিশেষ্য শব্দ
বিশেষণ হবে কবে?