কবিতা:- বিষ্ময়ান্বিত কবির কলম।
কবি:- মনোজ ভৌমিক


পৃথিবীর ঘুম ভাঙাতে এসেছিলাম আমি!
আমার দু'চোখ তো জেগে আছে তেমনি;
ওর কেন আজও ঘুম ভাঙেনি!
কলমের সুড়সুড়ি দিয়ে কতবার বলেছি,
আর ঘুমিও না,এবার জেগে ওঠো তুমি।
ঘুমন্ত চোখ,এখনো বোঝেনি কলমের ভাষা।
নি:শেষিত কালিতে,কলম কি ওর দেহে কেবলি কেটেছে আঁকচেরা!
তাই কি সবার অজান্তে ওর দেহে পড়ে গেছে বিভেদের রেখা!
ও কলম তো কবির নয়!কবির কলমে থাকে, কেবলি বিশ্বাসের কালি ভরা।
তাহলে কি ও কলমে ভরা ছিল স্বার্থান্বেষীদের বিষাক্ত ছোরা!
ওরা কি ঐ বিষাক্ত ছোরার আঘাতে,ঘুমন্ত পৃথিবীর দেহটারে,
টুকরো টুকরো করে চলেছে ধর্ম আর জাত-পাতের অজুহাতে!
কবি, রক্তাক্ত পৃথিবী আজ জাগবে কি ভাবে!
ও তো চির ঘুমে ঘুমোতে বসেছে!
তাই কি কবির বিস্ময়ান্বিত কলম আজ স্থাণুর মত দাঁড়িয়ে রয়েছে!
না কোনো এক মহাজাগতিক প্রলয়ের সম্ভাবনায় নিশ্চুপ হয়েছে!