কবিতা:- বিশুদ্ধ চরিত্র
         মনোজ ভৌমিক


চরিত্র কথা আজকে দেখি হাওয়ার সাথে ঘোরে,
কার চরিত্র বিশুদ্ধ কত দেখছি ঘুরেফিরে।


মানব চরিত্র বিশ্লেষণে যেতে চাইনা ভাই,
ওইখানেতে চরিত্রটা গুগলে হয় যাচাই।


পশুদের চরিত্র বিচার সবাই করতে জানে,
ওদের বেলায় চরিত্রটার কেউ খোঁজে না মানে।


গাছেদের চরিত্র বিচার করে বায়োলজিস্ট,
ব্যবসায়ীর চরিত্র খুঁজলে হবে তুমি ভূমিষ্ঠ।


নেতা চরিত্র অম্লমধুর বলার দরকার কি আছে!
গিরগিটীর দেহে রঙের বাহার সাবাই কি তা যাচে!!


মাটি চরিত্র কত না মহান স্নেহ মমতায় মাখা,
যতই তুমি দাওনা আঘাত,নির্বাক সর্বদা।


চরিত্রের বিশুদ্ধতা আজ না খোঁজাই ভালো,
সবাই রয়েছে শুদ্ধতাতে শ্রাবণ মেঘই কালো।