কবিতা:- বিশ্বাসী রঙ
কবি:- মনোজ ভৌমিক


মনের ছবি আঁকলে তুমি রঙিন  ঐ ক্যানভাসে।
বললে,সেথায় আমি আছি তোমার মনের সাথে।


ও মনটা কী এতই সহজ,যে রঙ-তুলিতে থাকে?
সবুজ রঙটা খুঁজতে গিয়ে হলুদ রঙটা আসে।


এবার বলো, কোন রঙেতে কোন রঙটা মেশালে,
সেই সবুজ রঙটা ফিরে আসে মনের ক্যানভাসে?


সবুজ রঙটা সহজ কি গো সব রঙেরই মাঝে?
ঐ রঙেইতো সবার আগে জীবনটাকে বোঝে?


আজকাল তো চারিদিকে অনেক রঙের খেলা।
সবুজ রঙের আজকে দেখি বড়ই অবহেলা।


বিশ্বজুড়ে আজকে দেখি লাল রঙেরই ভেলা।
তোমার আমার মাঝে কেন রঙ নেই এবেলা?