কবিতা :- বিশ্ব হিতৈষিণী
✍️ মনোজ ভৌমিক


ও লক্ষ্মী তুই আসবিরে কার ঘরে?
সকল ঘরেই কান্না আছে যে ভরে!


অশ্রু দিয়ে আলপনা আঁকছে এ ধরা,
এটা কি হবে আগামীর পরম্পরা!


ঐ ল্যংটো শিশু কাঁদছে করুণ স্বরে,
পৃথিবী অসুস্থ, বাঁচে ও কেমন করে!


খালিপেট নিয়ে শুয়ে আছে রাজপথ,
গ্রাম ভুলেছে পুরানো দিনের শপথ।


হাহাকার ওঠে সময়ের সংঘাতে,
জেগে কি  হবে বিষন্ন কোজাগরী রাতে!


জ্বলন্ত সূর্য নেপথ্যে কি ছবি আঁকে!
পূর্ণিমা চাঁদে সুকান্ত কবিতা দেখে।


তবুও লক্ষ্মী আয় তুই এ ধরা 'পরে,
দেখে যা হেথায় অনাহারে কত মরে।


নৈবেদ্য সাজায়ে দাঁড়িয়ে এয়োতী রমণী,
বিশ্বহিতে সেজেছে ও আজ পূজারিণী।