কবিতাঃ-বিভেদে বনের পাখি
✍️ মনোজ ভৌমিক


ফাগুনে যদি বসন্ত আসে
কাকের কি যায় আসে?
দেহের রঙ বড়ই কালো
স্বর যে ওর কর্কসে!


ঐ কোকিলের কদর বেশি
বসন্তের আগমনে,
কালো হলেও স্বর ভালো
প্রেম জাগে ওর তানে।


সবাই জানে ওই কোকিল
বড় হয় কোনখানে,
আসল তথ্যটা জানলেও
ব্যথা জাগে কার মনে?


চেঁচায় যদি কাক বেচারা
সবাই তাড়ায় ওরে!
কোনোদিন বোঝে কি কেউ
চিৎকার কার তরে?


প্রতারণার সে গল্প গাঁথা
শোনায় ও দ্বারে দ্বারে,
এ জগতে সেই-ই মহান
কন্ঠে যার মধু ঝরে!


অপবাদ শুধু ওর শিরে
বিষাদ ছড়ায় ঘরে!
চৈত্র,ভাদ্র,হেমন্ত কেন
ওকে নিয়ে খেলা করে!!


মানুষের হীন মানসিকতা
পাখিতেও যায় না ফাঁকি!
সময়ের চাহিদা মেটাতে
বিভেদে বনের পাখি!!