কবিতা :- বিয়োগ ব্যথা
             মনোজ ভৌমিক


প্রশ্নে ভাঙা মনের দেওয়াল,
আঁধারে বসেই কাটছে জোয়াল।
ভাবছে আজ সেই পুরানো কথা,
জাগছে মনেতে ক্লান্ত ব্যথা।
ব্যথার মধ্যে খুঁজছি সে সুখ,
রোমন্থনে দেখি বড়ই দুখ।
দু:খ জমানো ও বারুদ গুলো,
এ মনের গহীনে হচ্ছে নুলো।
সময় ভোলানো হিসেব সকল,
শুধু শূন্যতেই আজ দেখি ফল!
কেমন করে এ সময় যে যায়,
বোঝাই বা কারে মনোবেদনায়!
পঁচিশটা বছর তোমার সাথে,
কেটেছে কত হর্ষ উল্লাসে!
আজ বিয়োগব্যথা দিচ্ছে উঁকি,
অমলকান্তিও দেয় যে ফাঁকি!
সময় ফুরনো যন্ত্রণা তাই,
সব সময়ের হাতে রেখে যাই।