কবিতা:-বছরের শেষ ছুটিতে
             মনোজ ভৌমিক


রঘুনাথ বলে আজ চলো ভাই পিকনিক,
বছরের শেষ ছুটি,কোরো না তো ঝিকঝিক।
পাল ছেঁড়া নৌকাতে হাওয়া টানে ধিকধিক,
উল্টো জলের বেগ,যাওয়া কি হবে ঠিক?


ওরা সব গেছে যে সেই কাকভোরেতে,
আমি তুমি একা একা কেন এই প্রাতেতে?
অমল বিমল পালে হাওয়া ধরে পতপত,
ভাঙা দাঁড়ে এ নৌকা, জল টানে ছল-ছলাৎ।


চলো যাই দুই দলে হাওয়া খাই মাঠেতে,
জমানো বুকের ব্যথা ছেড়ে আসি হাওয়াতে।
চাঁট হবে মুড়ি ছোলা বাদাম শসা কুঁচোনো,
গাজর পিঁয়াজ মূলো লঙ্কা তেল মাখানো।


তারপর হাঁটাহাঁটি গল্প সেই পুরানো,
ইনিয়েবিনিয়ে কথায় নটে গাছ মুড়োনো।
দুপুর গড়িয়ে এলে খুলি ঝাঁকা দু'জনার,
সুস্বাদু খাওয়ারে,আজ মন ভরানোর।


চিকেন রোস্ট,ডালফ্রাই,ভেজ বিরিয়ানি,
মটরপনির রুটি আলুপোস্ত বেগুনি।
চাটনি পাপড় মিষ্টি স্যালাডে ভরপুর,
ভালোই ভুরভোজে কাটলো ভাই এ দুপুর।


খাবি খাওয়া মাছ কথা ভুলে যাই আজকে,
ডিমের পোচ দিয়ে রুটি খাবো কালকে।
বিকেল গড়িয়ে যাক রোদ যে বড় আবেশি,
কফির কাপেতে চুমুক, হয়ে যাই বিদেশী।


শহুরে এই জীবনে দেখি সবকিছু দেখানো,
কিছুকথা যায় বোঝা আর থাকে লুকোনো।
ভুলে ছিনু সব ব্যথা দিনভর ওখানেই,
শীতের সন্ধ্যা বলে," শেষ ছুটি এখানেই।"